খােলাবাজার ২৪, রবিবার, ২৪মার্চ ২০১৯ঃ বিএনপি ও সরকারবিরোধী অনেক নেতাকর্মীকে এখনো গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।
এ সময় রিজভী বলেন, ‘সরকার অনুভূতি ও বোধশূন্য। সরকার নিজে গুম-খুনের নির্দেশ দিয়ে দানবরূপে জনগণের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।’
এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে উদ্দেশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন করতেই তো আপনাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এখন এই যে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে, জনগণ যে ভোট কেন্দ্রে যাচ্ছে না, এতে আপনি খুবই আনন্দিত কি না, এটা আমাদের একটু জানাবেন।’