খােলাবাজার ২৪, রবিবার, ২৪মার্চ ২০১৯ঃ সম্প্রতি ঢাকার বখ্শীবাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে উপমহাদেশের প্রখ্যাত ইউনানী চিকিৎসা বিজ্ঞানী, ইতিহাস বেত্তা, সমাজসেবক‘ শেফাউল মুল্ক হাকীম হাবিবুর রহমান খান আখুনজাদার ১৩৮তম জন্ম বার্ষিকী’ এবং ‘হাকীম হাবিব-উর-রহমান সমাজসেবক ও সাহিত্যসাধক’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে শেফাউল মুল্ক হাকীম হাবিবুর রহমান ফাউন্ডেশন এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা (প্রস্তাবিত হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিক্যাল কলেজ) -এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় সাবেক মন্ত্রী এবং কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ কামরুল ইসলাম এম.পি।
শেফাউল মুল্ক হাকীম হাবিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্টাডি অব বেঙ্গল আর্ট-এর পরিচালক অধ্যাপক ড. এনামুল হক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মোঃ ইস্ররাফিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ হাকীম আ. খ. মাহবুবুর রহমান সাকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এরউপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোঃ জামালউদ্দিন রাসেল ভূঁইয়া, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান হাকীম এম. এ. করিম সিদ্দকী এবং ফাউন্ডেশনের সদস্য জনাব সাদাত- আর- খান প্রমুখ।