খােলাবাজার ২৪, সোমবার , ২৫মার্চ ২০১৯ঃখুলনা মহানগরীতে ইয়াবাসহ একজন পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। আটক পুলিশ সদস্যের নাম বঙ্কিম চক্রবর্তী।
রবিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোয়ালখালী মোড় থেকে মহানগর গোয়েন্দা পুলিশ পথের বাজার পুলিশ ক্যাম্পের কনস্টেবল বঙ্কিমকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়।