খােলাবাজার ২৪, মঙ্গলবার, ২৬মার্চ ২০১৯ঃ আজ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে জাতির বীর সন্তানদের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। নানান বয়সের মানুষের পদচারণায় মুখরিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
দেখা যায়, শিশুরা নানা ঢঙ্গে সেঁজেছে, মেয়েরা লাল সবুজ রঙের শাড়ি পড়েছে, ছেলেরাও লাল সুবজে মাখা পাঞ্জাবি পড়েছে। কারো হাতে জাতীয় পতাকা আবার কারো কপালে পতাকা বেঁধে রেখেছে। ফুল হাতে শহীদেরকে শ্রদ্ধা জানাচ্ছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীরর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত করে দিলে নারী, পুরুষ, শিশু ও প্রতিবন্ধীরাও এসে মুক্তিযুদ্ধের মহান বীরদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।
এছাড়া বিদেশিদেরকেও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায়। তারাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।