খােলাবাজার ২৪, মঙ্গলবার, ২৬মার্চ ২০১৯ঃবাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনা ও লা লিগা কর্তৃপক্ষ।
২৬ মার্চ উপলক্ষে মেসি-রামোস-গ্রিজমানদের লা লিগা ফেসবুকে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। যেখানে লিখা রয়েছে, ‘লা লিগার পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’
লা লিগা ও বার্সার এই উদ্যোগ সাড়া ফেলেছে বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের মধ্যে। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত লা লিগার পোস্টে কমেন্ট করেছেন প্রায় ৩৯ হাজার আর বার্সার পোস্টে ৫৭ হাজার ফেসবুক ব্যবহারকারী।
এদিকে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন দেশের ক্রিকেট তারকারাও।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা ১৯৭১ সালে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে বিশেষ বার্তা দিয়ে লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
আইপিএলে ব্যস্ত থাকা সাকিব আল হাসানও শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যাঁরা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে।’
সাকিব আরও লিখেছেন, ‘যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকব। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
মুশফিক শুভেচ্ছা বার্তায় লিখেছেন-‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোনো হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুষ্টিযোদ্ধাদের প্রতি।’
এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার সহ ক্রিকেটাঙ্গনের অনেক তারকাই এ দিনটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।