খােলাবাজার ২৪,বুধবার, ২৭মার্চ ২০১৯ঃ লিড এ্যারেঞ্জার হিসাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং অন্য ২ টি ব্যাংক সম্প্রতি তমা কন্সট্রাকশন ও কোম্পানি লিমিটেডের সাথে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন প্রকল্পে ৫৫০০ মিলিয়ন টাকার অর্থায়ন বিষয়ক চুক্তি স্বাক্ষর করে। এ অর্থায়নে কো-এ্যারেঞ্জার প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্যাংক এশিয়া লিমিটেড অন্যতম অর্থায়নকারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল; তমা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতাউর রহমান ভূইয়া; ব্যাংক এশিয়া লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী; ও ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ, প্রাইম ব্যাংক লিঃ এর সি এন্ড আই বি বিভাগের টীম প্রধান জনাব শাহবাজ তালাত এবং তমা গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুকিতুর রহমান এবং ডিরেক্টর ফিন্যন্স জনাব এম আবুল হাশেম সহ ইউসিবি, তমা গ্রুপ ও অন্যান্য ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।