Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার ২৪,বুধবার, ২৭মার্চ ২০১৯ঃ ২৫ মার্চ, ২০১৯ তারিখে ঢাকার হোটেল সারিনা’য় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’ এবং কর্মকর্তাদের ইন-হাউজ ভিত্তিক এ্যাপস ‘এফএসআইবিএল ইয়েলো পেজেস’ এর শুভ-উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় পরিচালকবৃন্দ জনাব আহমেদ মুক্তাদির আরিফ, ড. মমতাজ উদ্দীন আহমেদ ও জনাব মোল্লাহ ফজলে আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ মোস্তফা খায়ের ও জনাব মোঃ জহুরুল হক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।