Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

চাষির ছেলের রেকর্ড, ৭ বলে ৭ ছক্কা

ক্রিকেট ইতিহাসে এমন অনেক ঘটনাই আছে ছয় বলে টানা ৬ ছক্কা মারার। ছয় বলে ৬ ছক্কা মারার তালিকায় আছেন, টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রবি শাস্ত্রী এবং তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং, স্যার গ্যারি সোবার্স, হার্শেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল-হক, হজরতউল্লাহ জাজাই ও উইল জ্যাকসরা।

তবে ৭ বলে টানা ৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল না কারও। এবার সেটিই করে দেখালেন মুম্বাইয়ের মাকরান্দ পাতিল নামের এক চাষির ছেলে। সে একজন পেশায় সেলসম্যান, বয়স ২৩।

ভারতের ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে মুম্বাইয়ের জিমখানা মাঠে ভিভা সুপারমার্কেটসের হয়ে মহিন্দ্রা লজিস্টিকসের বিপক্ষে অনন্য কৃতিত্ব দেখান পাতিল। পর পর সাত ছক্কা মেরে ইতিহাস রচনা করেন তিনি। বলাবাহুল্য, এর মধ্যে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান এ তরুণ। সব মিলিয়ে ৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড বুকে নাম তোলেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন পাতিল।

ইতিহাস গড়ে পাতিল বলেন, ‘পর পর চারটি মারার পর কল্পনাও করিনি আমি ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তবে যখন সেটা করে ফেললাম, তখন সতীর্থদের উল্লাস দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। পরে যখন সাত নম্বর বলেও ছক্কা মারলাম তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। এর পর থেকে প্রচুর ফোন পাচ্ছি। সবাই অভিনন্দন জানাচ্ছেন। একদিনের জন্য স্টার বনে গেছি।’