Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

সালমা আক্তার এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগীতা ‘ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। তিনি লোক গীতি গাইতে পছন্দ করেন।

প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন সালমা আক্তার। গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন।

গুণী এই কণ্ঠশিল্পীর ফেসবুক অ্যাকাউন্ট চতুর্থবারের মতো হ্যাক হয়েছে। মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে ফেসবুকে তিনি আর ঢুকতে পারছেন না। এর আগে সালমার ভেরিফায়েড পেইজও হাতছাড়া হয়ে গেছে।

সালমা বলেন, প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সালমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়। এরপর নতুন আরেকটি আইডি খুলে তিনি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সরব হন, কিন্তু সেটিও হ্যাকড হয়। এরপর তিনবার ও গতকাল সর্বশেষ অ্যাকাউন্টটিও হ্যাকড হয়েছে।