Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ঃ মেহেদী হাসান,জবি প্রতিনিধিঃ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর ৫ম সম্মেলন আজ দুপুরে অনুষ্ঠিত হয়। জবি ক্যাম্পাসের শান্ত চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ব্যানারে ৫ম সম্মেলন এর দাবিগুলো উত্থাপন করেন।
সকাল ১০ঃ৩০টার দিকে বিভিন্ন প্লেকার্ড ও স্লোগান মুখর মিছিল করেন পুরো ক্যাম্পাসে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মূখের একটু ভিতরে শান্ত চত্বর খ্যাত স্থানে সম্মেলন করেন সংগঠনের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা। কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান এবং জবি শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বি,কিশোর কুমার সহ আরো অনেকে।
বক্তারা সাধারণ শিক্ষার্থীর ন্যায়্য অধিকার আদায় এর পক্ষে ৫ম সম্মেলনে জকসু সহ নানবিধ দাবী নিয়ে আলোচনা করেন। তাদের ব্যানের উল্লেখিত বিষয় দাবি গুলো হলঃ
১)সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশে জকসু নির্বাচন দিতে হবে।
২)ক্যান্টিনে ২০টাকায় ভাত,ডাল ও ডিমের ব্যবস্থা সহ খাবারের মান বাড়াতে হবে।
৩)২০২০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত জায়গায় ছাত্রদের জন্য ১০ টি এবং ছাত্রীদের জন্য ৬টি হল নির্মাণ করতে হবে।
৪)অবিলম্বে ছাত্রী হলের নিমাণ কাজ শেষ করে ছাত্রীদের নামে বরাদ্দ করতে হবে।
৫)সকল রুটে বাসের ডাবল ট্রিপ চালু করতে হবে।
৬)কেন্দ্রীয় লাইব্রেরী ২৪ঘন্টা খোলা রাখতে হবে এবং সেমিনার লাইব্রেরীতে পর্যাপ্ত বই চাই।
৭)পর্যাপ্ত ডাক্তার নিয়োগসহ আধুনিক মেডিকেল সার্ভিস সেন্টার চালু করতে হবে।
৮)অভ্যন্তরীণ আয়ের নাম ১টাকাও ছাত্র-বেতন ফি বৃদ্ধি করা যাবে না। সন্ধ্যাকালীন কোর্স ও হেকেপ বাতিল কর। শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ কর।
৯)শিক্ষকদের জন্য ডর্মেটরী সুবিধা নিশ্চিত করতে হবে।
১০) ইউজিসি প্রণীত উচ্চশিক্ষার ২০বছর মেয়াদী কৌশলপত্র বাতিল কর।
১১) বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসণ নিশ্চিত কর। উচ্চ শিক্ষা কমিশন বাতিল কর।
১২)সকল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা নিশ্চিত কর।
সম্মেলনে দাবিগুলোর পাশাপাশি জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন পূর্বক নাম প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সহাপতি গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী প্রসেনজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিমেষ রায়কে আগামী এক বছরের জন্য নিযুক্ত করা হয়।