খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ঃ ২৮ মার্চ ২০১৯ আজ ২৮/০৩/২০১৯ তারিখ দুপুরে রাজধানীর বনানী মডেল টাউনে অগ্নি দুর্ঘটনায় পতিত এফ আর ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণ সংক্রান্ত কোন কাজে ত্রুটি-বিচ্যুতি আছে কি না সে বিষয়ে তদন্ত করার জন্য ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি-এর নির্দেশে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করেছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী-কে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোঃ ফাহিমুল ইসলামকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অপর ০৪ (চার) জন সদস্য হলো স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি জনাব কাজী গোলাম নাসীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য (পরিকল্পনা) জনাব আবু সাঈদ চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ মইনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নগর পরিকল্পনাবিদ জনাব মোঃ আশরাফুল ইসলাম।
এ কমিটি বনানী মডেল টাউনের এফ আর টাওয়ারের নকশা অনুমোদন ও ভবন নির্মাণে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সনাক্ত করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল ২৯ মার্চ ২০১৯ তারিখ শুক্রবার সকাল ১১টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম, এমপি বনানীর অগ্নি দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যাবেন।