Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মাইকিং করে পিঁয়াজ বিক্রি

খােলাবাজার ২৪,শনিবার,৩০মার্চ ২০১৯ঃ ‘কিনবেন পিঁয়াজ। মাত্র ৬০ টাকায় ১০ কেজি। এ সুযোগ শুধুমাত্র আজকের জন্য, যারা ৪০ কেজি কিনবেন তাদের জন্য মাত্র ৫ টাকা কেজি।’ এভাবেই মাইকিং করে মেহেরপুর জেলা শহর ছাড়াও প্রত্যন্ত জনপদে প্রতিদিনই পিঁয়াজ বিক্রি করা হচ্ছে। দাম কম হবার কারণে সব শ্রেণির মানুষই এমন অফারে কৃষকদের কষ্টে উৎপাদিত সুখসাগর পিঁয়াজ কিনছেন।

লাভের আশায় প্রতিবারের ন্যায় এবারও সুখ সাগর পিঁয়াজের চাষ করে আশায় বুক বেঁধেছিলেন মেহেরপুরের কৃষকরা। তারা বলছেন, ‘প্রতিবছরই সুখ সাগর পিঁয়াজ চাষ করে আমাদের কমবেশি লাভ হতো। তাই এবারও পিঁয়াজ চাষ করেছি, ফলনও হয়েছে আগের মতো ভালো। কিন্তু এবারের চাষে লাভের তো দূরের কথা প্রতি কেজিতে লোকসান গুণতে হচ্ছে তিন টাকা করে।’

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ জানান, ‘সুখসাগর জাতের পিঁয়াজ সাইজে বড়। এ পিঁয়াজের চাহিদা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের কাছে। তাছাড়া এ পিঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। যার ফলে চাহিদা না থাকায় চাষিদের কম দামেই পিঁয়াজ বিক্রি করে দিতে হয়।’

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিপ্তদপ্তরের উপ-পরিচালক ড. মো. আক্তারুজ্জামান বলেন, ‘চলতি বছরে জেলায় ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে সুখসাগর ও তাহেরপুরী নামে দুই জাতের পিঁয়াজ চাষ হয়েছে। এর মধ্যে মুজিবনগর উপজেলাতে শুধু সুখসাগার জাতের পিঁয়াজ চাষ করেন চাষিরা।’

তিনি স্বীকার করেন যে, পিঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে।