Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রোববার,৩১মার্চ ২০১৯ঃ‘এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ঘরের মাঠ লিওনেল মেসির জোড়া গোলে জয় এনে দেয় কাতালান জায়ান্টদের।

কাম্প নউয়ে শনিবার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে জেতে বার্সেলোনা।

ম্যাচ জুড়ে অধিকাংশ সময় নিজেদের দখলে বল রাখলেও প্রথমার্ধে কোন গোল পায়নি মেসিরা। এ সময় দারুন কিছু সম্ভাবনাও তৈরি করে স্বাগতিক ফরোয়ার্ডরা। কিন্তু, এস্পানিওল ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোল পায়নি কাতালানরা।

৭১ মিনিটে ভাঙ্গে ম্যাচের ডেড লক। ডি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগান অধিনায়ক লিওনেল মেসি। চোখ ধাঁধানো শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। চলতি লিগে যা ছিলো তার ৩০-তম গোল।

৮৯ মিনিটে ইভান রাকিটিচ-ম্যালকমের সঙ্গে দারুন বোঝাপড়ায় ম্যাচের ভাগ্য গড়ে দেন লিওনেল মেসি।

২৯ ম্যাচে ২১ জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ১৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।