Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রোববার,৩১মার্চ ২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ৭টি উপজেলার মধ্যে ৬টিতে রোববার নির্বাচন হয়েছে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর মধ্যে মঠবাড়িয়ার সহিংসতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে।
  • সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম বায়েজিদ হোসেন (বই), মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার (কলস) নির্বাচিত হয়েছেন।
  • জেলার ভান্ডারিয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) আসমা আক্তার। আর ভোটে ভাইস চেয়ারম্যান (পুরুষ) জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) মশিউর রহমান মৃধা (বাইসাইকেল) নির্বাচিত হয়েছেন।
  • নাজিরপুরে উপজেলায় চেয়ারম্যান নৌকা প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আলো শিকদার (সেলাই মেশিন) নির্বাচিত হয়েছেন। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোস্তাফিজুর রহমান রঞ্জু নির্বাচিত হয়েছেন।
  • কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয়পার্টির (জেপি, মঞ্জু) বাইসাইকেল প্রতীক নিয়ে মো. আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মো. মৃদুল আহম্মেদ সুমন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস আক্তার (কলস) নির্বাচিত হয়েছেন।
  • ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাঘা (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন (প্রজাপতি)।
  • স্বরূপকাঠীতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুল হক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ওই উপজেলায় এখনো ভোট গণনা চলছে। তবে সেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল (হাস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।