Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ০১ এপ্রিল ২০১৯ঃ অবশেষে তৃতীয় বারের মতো কারাবন্দি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে সোমবার (১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে।

দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর রওনা হয়। দুপুর ১২টা ৩৭ মিনিটে গাড়িবহর হাসপাতালে প্রবেশ করে।

কালো রংয়ের জিপ থেকে নামিয়ে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালের ভেতরে নেয়া হয়। কঠোর নিরাপত্তায় কারা পুলিশ তাকে ভেতরে নিয়ে যায়। এসময় খালেদা জিয়ার সেবিকা ফাতেমা বেগমকেও দেখা গেছে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে কড়াকড়ি করতে দেখে গেছে। সেখানে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অপেক্ষামান নেতাকর্মীদের দলের প্রধানের সঙ্গে দেখা করতে বা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

এর আগে গত ১০ মার্চ খালেদা জিয়াতে বিএসএমএমইউতে আনার সকল প্রস্ততি থাকলেও তাকে আনা হয়নি। সেদিন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও সেখানে যেতে অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসতে পারেনি কারা কর্তৃপক্ষ।’