Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ০১ এপ্রিল ২০১৯ঃগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাল‌য়ের উপ‌স‌চিব জনাব সাব‌রিনা শার‌মিন জামান এর মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ.ম. রেজাউল ক‌রিম, এম‌পি।

আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমার বি‌দেহী আজত্মার শা‌ন্তি কামনা ক‌রে‌ছেন এবং তাঁর শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি গভীর সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন।

উ‌ল্লেখ্য, জনাব সাব‌রিনা শার‌মিন জামান আজ বি‌কেল ৫টা ৪৫ মি‌নি‌টে রাজধানীর এ্যা‌পো‌লো হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ক‌রেছেন। মৃত্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছি‌লো ৪৪ বছর। আগামীকাল ০২/০৪/২০১৯ তা‌রিখ সকাল ১১টায় স‌চিবালয় মস‌জিদ প্রাঙ্গ‌ণে মরহুমার জানাজার নামাজ অনু‌ষ্ঠিত হ‌বে।