Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ০১ এপ্রিল ২০১৯ঃ বন্ধু পথ ভুলে এলে বুঝি ঘন বরষায়,
আশার প্রদীপ জ্বেলে রাখি নিরালায়।
অপেক্ষার পালা গুনছি কাটে না ঘোর,
কখন আসবে প্রিয়তা হবে রাঙা ভোর।
সুনিবিড় সুখময় শান্তির স্বপন,
করে আকুলি বিকুলি তাঁরে চাহে মন।
এসো না হয় একবার ছুঁয়ে দিতে হাত,
বুভুক্ষ হৃদয়ে বলবে তোমা সাথে বাত।
প্রশান্তির দোলা লাগে মনো আঙ্গিনায়,
প্রেমহীন জীবন কাটে তীব্র যন্ত্রণায়।
যাবে নাকো চলে তুমি দূর অজানায়,
ভুল করে থেকে যাও হৃদ সীমানায়।
মনে কী থাকবে আমায় স্মৃতিভরা কথা!
সবচেয়ে বেশিলাগে প্রিয়জন ব্যথা।
তার পরশতে মন সোনা হয়ে যায়,
বসবাস করো তুমি অতল আত্মায়।
সুধা মাখা চাহনীতে জুড়ায় এ প্রাণ,
পূর্ণতায় ভরে ওঠে বাম আর ডান।
হাতটি বাড়ালাম বন্ধু খুব ভালোবেসে,
হরষে হারাবো নিত্য চোখের নিমিষে।
ভুল বুঝে মন যদি ভেঙ্গে দাও তব,
আজীবন ভালোবেসে পথ চেয়ে রব।
অভিমানে যাও চলে ভেঙ্গে দিয়ে মন,
তবু কখনো ভাববো না হয়ে গেছ পর।
সাথী ছাড়া একা ধরা খুব কদাকার,
প্রেম বুঝি রাখা দায় বুকে হাহাকার।
জানি তুমি আসিবে না ফিরে ওগো আর,
তবু কেন মন চাই ছুঁতে বারেবার!!!