খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ০৩এপ্রিল ২০১৯ঃ চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ড ও সাম্প্রতিক অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সাহায্যার্থে গত ২এপ্রিল ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ (এক) কোটি টাকা অনুদানের চেক প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
গনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী।