Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ডাকসুতে জনবল নিয়োগ, কিছুই জানেন না নূর

খােলাবাজার ২৪,শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) চারজন লোক কর্মরত আছেন। এর বাইরে আরো নয়জনকে নিয়োগ দিতে কোষাধ্যক্ষ বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু এসবের কিছুই জানেন না ডাকসুর ভিপি নুরুল হক নূর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন নূর। সেইসঙ্গে কোষাধ্যক্ষ বরাবর করা লোক নিয়োগের আবেদনটিও যুক্ত করেছেন স্ট্যাটাসের সঙ্গে।

তিনি লিখেছেন, ‘ডাকসুতে বিভিন্ন পদে ৪ জন লোক কর্মরত রয়েছে। আমার জিএস, এজিএস সাহেব আরও ৯ জনের চাহিদাপত্র দিয়েছে।

অথচ জানলাম না আমি!

অবশ্য এইসব বিষয়ে বাম হাত/ডান হাত থাকে তো, চুপেচাপে করাই ভালো! কারণ অনিয়ম হলে বাধাটা এই ভিপিই দিবে।

সুতরাং হামলা-টামলা,নাটক-ফাটক,ফন্দি-ফিকির করে ভিপিকে সরানো জরুরি হয়ে পড়বে!’

উল্লেখ্য, বিভিন্ন পদে নয়জনের নিয়োগের ওই আবেদনপত্রে গত ৩১ মার্চ স্বাক্ষর করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর ৯ মাস পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৩ মার্চ নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠকের মাধ্যমে আবার সচল হয় ডাকসু।