Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি আইনগত প্রক্রিয়া। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে কোনো আবেদন পেলে প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে সরকার।

শনিবার দুপুরে তিনি জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট নৌ থানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ একটি বিশাল বাহিনী, এর মধ্যে দুই এক হাজার সদস্য যদি খারাপ থাকে—এ ধরনের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন—সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, জেলা প্রশাসক আহমেদ কবির ও জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ ও পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।