Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চবি ক্যাম্পাস

খােলাবাজার ২৪, রবিবার, ০৭এপ্রিল ২০১৯ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। ছাত্রলীগের একাংশের ডাকা ছাত্র ধর্মঘট চলাকালে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

ধর্মঘটের অংশ হিসেবে রবিবার সকালে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।

চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে রাখেন ছাত্রলীগের কর্মীরা। অস্ত্র মামলায় গ্রেফতার ছাত্রলীগের ৬ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা।

এসময় পুলিশের সাথে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পরে অবস্থানরত ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদের আটক করে থানায় নেয়া হয়েছে। এ ছাড়াও ছাত্রলীগের ছোড়া ইট-পাটকেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ডিবি পুলিশের গাড়ি।

অবরোধের কারণে এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস বন্ধ রয়েছে, বাতিল করা হয়েছে পরীক্ষা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিক্ষক বাসের চাকা পাংচার এবং বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হুইস পাইপ কেটে দেন অবরোধকারীরা।