
খােলাবাজার ২৪, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ঃ সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
এর আগে শুক্রবার তার সফর সঙ্গীদের নিয়ে রয়েল ভুটান এয়ারলাইনসে চার দিনের সফরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিনি বেলা ১১টা ১০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তিনি একটি বিচিত্রা বকুল গাছের চারা রোপণ করেন এবং সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল আকবর, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।