Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ঃসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী করিমকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযো‌গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে আটক করেছে ক‌তোয়ালী থানা পু‌লিশ।

ফাহাদ জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের (জ‌বি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র। আইডি (বি ১৭০১০১০৩৬)।

জানা যায়, ফাহাদ ফেসবুকে এক স্ট্যাটাসে ধর্ম ও নবীজীকে নিয়ে কটূক্তি করেন। এছাড়া গত ১৮ মার্চ ইসলাম ধর্ম এবং ফেরেশতাদের ব্যঙ্গ করে একটি পোস্ট দেন ফাহাদ। তার ওই পোস্টে বিভিন্ন আইডি থেকে কমেন্ট আসলে তাদের সাথে সে বাজেভাবে কথা বলেন।

এর প্রে‌ক্ষি‌তে ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছে জ‌বির সাধারণ শিক্ষার্থীরা।

ক‌তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বৃহস্পতিবার রাতে ফাহাদ‌কে আটক ক‌রে‌ছি। সে এখন কোর্টে আছে।’