Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯ঃ
নেই নিত্য পণ্যের সহনীয় মূল্য
নেই জীবন যাত্রার নির্দিষ্ট মান তুল্য।
চলতে ফিরতে কেউ নয় নিরাপদ
ন্যায়-বিচারহীন আদালত।
জনগণ ভোট দিতে পারে না
মতামত প্রকাশ সেও পারে না।
চালায় যে ওরা দমন-পীড়ন
ভয়ে গুমরে কাঁদে জনগণ।
সে অনূভূতি বুঝে যিনি প্রতিবাদ করেন
প্রহসনের রায়ে তারে কারাবন্দীয় রাখেন।
বিনা চিকিৎসায় বেঁধেছে তার শরীরে অসুখ
তার জনপ্রিয়তার ভয়ে বিপর্যয় ওদের মুখ।
যতই হোক অত্যাচার-অবিচার-নির্যাতন-নিপীড়ন
জনগণের অধিকার আদায়ে লড়বেন আমরণ।
কভূ তিনি মাথা নোয়াবার নয়
হবেই হবে আপোসহীনার বিজয়।
কর্ম গুনে পেয়েছেন উপাধি তিনি “গণতন্ত্রের মা”
নির্দিষ্ট কোন পরিবার বা দলের নয় তিনি এখন সংস্থা।
জনগণ আজ খুব চিন্তিত তার অসুস্থ্যতায়
তার সুখে সুখী জনগণ দুঃখী তার ব্যাথায়।
তিনি নিরাপরাধ তাই জনগণ চায় তার মুক্তি
প্রহসনের রায়ে জেলে রাখার নেই যে যুক্তি।
তার বন্দিদশায় মলিন জনগণের মুখ
কোন উৎসবেই জনগণ পায় না তাই সুখ।
চারদিকে মহানন্দে যতই বাজাক ওরা ঢোল আর ঢাক
তিনি বিহীন জনগণের মাঝে বিবর্ণ এ বৈশাখ।

মোঃ মিজানুর রহমান-লেখক ও কলামিস্ট