Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৬এপ্রিল ২০১৯ঃ আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )। দলে সবচেয়ে বড় চমকের নাম পেসার আবু জায়েদ রাহী। তার ৫টি টেস্টে ও ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞাতা থাকলেও ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। চমক এখানেই শেষ নয়, বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস ও পেসার তাসকিন আহমেদ। দলে জায়গা হয়নি আরেক পেসার শফিউল ইসলামেরও।

মঙ্গলবার ( ১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ দল ঘোষণা করেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এসময় আয়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়।বিশ্বকাপের ১৫ জনই রয়েছেন এই দলে। সঙ্গে বাড়তি দুজন যোগ হয়েছেন। তারা হলেন-ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি (অধিনায়ক), সাকিব (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল। তবে ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। ৫ মে আয়ারল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের (তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ) পারফরম্যান্স অনুযায়ী পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ দলে।

বিশ্বকাপ দল প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্য, ‘অভিজ্ঞতা ও কন্ডিশন বিবেচনা করেই আমরা বিশ্বকাপ দলটি ঘোষণা করেছি। এই দলটি নির্বাচন করতে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

প্রসঙ্গত, আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেরই ভেন্যু কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২ জুন ওভালে।