খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৬এপ্রিল ২০১৯ঃ নুসরাত জাহান রাফির হত্যাকারী সিরাজুদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করেছে অনলাইন প্রেস ইউনিটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এ প্রতিবাদ করে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) অনলাইন প্রেস ইউনিটি আয়োজিত মানববন্ধন শেষে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ এডুকেশন সোসাইটির সভাপতি শান্তা ফারজানা বলেন, সিরাজুদ্দৌলাদের এখনই প্রতিহত করা না হলে আমাদের মা বোনদের কেড়ে নিতেই থাকবে।
তিনি আরও বলেন, সিরাজুদ্দৌলারা না বাংলা শিক্ষাকে সম্মান করে, না মাদরাসাকে সম্মান করে, না নিজের দেশকে। এরা কেবল নিজের লোভ লালসা আর আরাম আয়েশের কাজে লাগিয়ে দেশ ও মানুষের ক্ষতি সাধন করে। এদের এখনই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অনলাইন প্রেস ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, সেভ দ্য রোড এর ভাইস চেয়ারম্যান আকাশ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।