খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৬এপ্রিল ২০১৯ঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) কর্তৃক ১৬ এপ্রিল, ২০১৯ তারিখে “Assessment of Working Capital, Cash Credit Limit with Other Loan Products” শীর্ষক ৩ দিন ব্যাপী এক ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়।
ব্যাংকের কারওয়ান বাজারস্থ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ। এ সময় ট্রেনিং ইনস্টিটিউট এর প্রধান রুবিনা ইয়াসমিন খান, এজিএম এবং সংশ্লিষ্ট কর্মকর্তগণ উপস্থিত ছিলেন