মিরপুরে ২২৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩২ বল হাতে রেখেই ছয় উইকেটের অনায়াস জয় পায় আবাহনী। ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরের ৬৪, নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৭৭ ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৩৩ রানের ওপর ভর করে চার উইকেটে ২২৮ রান করে জয় পেয়ে যায় আবাহনী। এ ছাড়া সাব্বির রহমান ২৬ ও ওপেনার জহুরুল ইসলাম অমি ২৪ রান করেন। তবে আবার হতাশ করেন সৌম্য সরকার। মাত্র দুই বল খেলে শূন্য রানে নাঈম হাসানের বলে স্টাম্পড হন আবাহনী ওপেনার। বিশ্বকাপের ঠিক আগে সৌম্যর এমন অফফর্ম নির্বাচকদের দুশ্চিন্তাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।
তবে সৌম্যর হতাশার দিনে নিজের অসাধারণ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। লিগে আবার পাঁচ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজার সঙ্গে টস জিতে ফিল্ডিং নেওয়া আবাহনীর হয়ে বোলিং ওপেন করেন সাইফউদ্দিন। ৯.৩ ওভার বল করে ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নেন দারুণ ফর্মে থাকা এই বোলার। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে দুটি উইকেট নেন সৌম্য সরকার। এ ছাড়া মাশরাফি নেন দুই উইকেট।
আবাহনীর বোলারদের সম্মিলিত আক্রমণে ২২৬ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। মাত্র ৬৬ রানে ছয় উইকেট হারানো দলটি সম্মানজনক এই স্কোর পায় অভিজ্ঞ অলক কাপালির ৮০ ও নাঈম হাসানের অপরাজিত ৫১ রানের দুর্দান্ত দুটি ইনিংসের ওপর ভর করে। তবে দুজনের বীরোচিত প্রচেষ্টার পরও পরাজয় রুখতে পারেনি দলটি।
অসাধারণ বোলিং করে আবাহনীকে জয় এনে দেওয়া মোহাম্মদ সাইফউদ্দিন হন ম্যান অব দ্য ম্যাচ।