Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।

আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবনের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগ এবং বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় অনুষদের  প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আন্তর্জাতিক সম্মেলনটি।

অনুষ্ঠানসূচিতে সোমবার সকাল ৯:৩০টায় সম্মেলনের উদ্বোধন করবেন খ্যাতিমান রবীন্দ্র গবেষক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।

সম্মেলনের আহ্বায়ক এবং কলা মানবিক অনুষদের ডিন ড. জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সম্মানিত অতিথি থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন সম্মেলনে।

দিনব্যাপী তিনটি অধিবেশনের প্রথম পর্বে ‘অন্য রবীন্দ্রনাথ’ প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। ‘উইলিয়াম শেক্সপিয়র’ বিষয়ক পরবর্তী অধিবেশনে প্রবন্ধ আলোচনা রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ।

সর্বশেষ অধিবেশনে ‘সাহিত্যতত্ত্ব’ শীর্ষক প্রবন্ধ নিয়ে আসবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য।

তিনটি অধিবেশনে সভাপতিত্ব করবেন যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জিএম মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান মো. আলী রেজওয়ান তালুকদার এবং বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।

সম্মেলন প্রসঙ্গে আহ্বায়ক কলা ও মানবিক অনুষদের ডিন ড. জিএম মনিরুজ্জামান জানান, ‘শিক্ষার্থীদের জ্ঞানার্জন আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। আশা করছি সবার সহযোগিতায় সম্মেলনটি সার্থক ও সফল হবে।

সম্মেলনের সেমিনার পর্ব শেষে বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের যৌথ প্রযোজনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হবে। এতে আবৃত্তি, নাচ, গান এবং নাটিকা প্রদর্শনের কথা রয়েছে।