Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ঃ সেলফি তোলার কায়দা কী শুধুমাত্র মানুষের জানা আছে? অন্য প্রাণীরা কি সেলফি তোলার ভঙ্গি জানে না? সম্প্রতি কঙ্গোর অভয়ারণ্যে সেফটি অফিসারের সঙ্গে দুই গরিলার সেলফি বদলে দিল সেই ধারণা। মানুষের মতো গরিলাও যে সেলফি তোলার ভঙ্গিমা জানে, সেটা দেখিয়ে দিল ভাইরাল হওয়া ওই ছবিগুলি।

আফ্রিকার কঙ্গোতে রয়েছে ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক। পৃথিবীর বুকে থাকা গরিলাদের ষাট শতাংশই বাস করে এখানে। তবে ওই এলাকায় রয়েছে চোরাশিকারিদের উৎপাত। সে জন্য চোরাশিকারীদের হাত থেকে গরিলাদের রক্ষা করতে অ্যান্টি পোচিং অফিসাররা সদা সতর্ক।

সম্প্রতি সেখানকার এক অ্যান্টি পোচিং অফিসারের সঙ্গে সেলফি তোলায় মজেছিল ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দুই গরিলা নাকাশি ও মাতাবিশি।

গরিলাদের রক্ষার বার্তা দিয়ে ওই ছবিগুলি অ্যান্টি পোচিং ইউনিটের তরফে ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তার পর থেকেই ভাইরাল হয়েছে ছবিগুলি।

ছবিতে দেখা যাচ্ছে,অ্যান্টি পোচিং অফিসারের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছে গরিলারা। এই সেলফি তোলা গরিলারা যে উপভোগ করছে তা তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট।