Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

শেষযাত্রায় বনানীর ৯ নম্বর বাড়িতে জায়ান

খােলাবাজার ২৪,বুধবার , ২৪এপ্রিল ২০১৯ঃশেষ যাত্রায় বনানীর দুই নম্বর রোডের ৯ নম্বর বাসায় পৌঁছেছে শ্রীলঙ্কা সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল রহমান সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জায়ানের মহদেহ এসে পৌঁছে। মরদেহের সঙ্গে শেখ সেলিমের স্ত্রী, পুত্র এবং জায়ানের দুই ভাই এসেছেন। তবে আহত স্বামী জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জানাজা অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেখ সেলিমের বাসায় শোক সন্ত্বপ্ত পরিবারকে শান্তনা জানাতে বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা কাজে পুলিশ-র‌্যাব ও আনসার সদস্যদের উপস্থিতি রয়েছে। জানাজার জন্য নির্ধারিত চেয়ারম্যান বাড়ি মাঠেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশের জন্য তিন গেটেই রাখা হয়েছে ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা। পাশাপাশি প্রচুর মানুষের সামাগমের কথা মাথায় রেখে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে৷