Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২৫এপ্রিল ২০১৯ঃ মেহেদী হাসান,জবিঃ শ্রীলঙ্কায় নির্মম বোমা হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ‘শ্রীলঙ্কায় সন্ত্রাসী হত্যাকাণ্ডে বাংলাদেশের ৮ বছরের শিশু জায়ানসহ ৪৫ জন শিশু মারা গেছে।
সম্প্রতি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের নির্মম হত্যাকান্ডের প্রসঙ্গে আরো বলেন,কোনো ধর্মেই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের স্থান নেই। ধর্ম হচ্ছে একমাত্র শান্তির জায়গা। সন্ত্রাসদের ধর্ম, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে ঘৃণা করা উচিত। সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে যাতে এ ধরনের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড আনোয়ার হোসেন, অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, অধ্যাপক ড. শামীমা বেগম, সহকারী অধ্যাপক আরিফুল আবেদ প্রমুখ।