Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার, ০১ মে ২০১৯ঃ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উন্নয়ন প্রকল্পের (প্রথম পযার্য়) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিইউপি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ত কাজসমূহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে সেনাপ্রধান সেখানে একটি চারা গাছ রোপন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নির্মিত ব্যস্থাপনা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৫ তলা বিশিষ্ট ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এফবিএস) ভবন, ১৫ তলা বিশিষ্ট ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) ভবন, ১৫ তলা বিশিষ্ট ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) ভবন, ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি বিল্ডিং, বিইউপি সেতু (পূর্ব-পশ্চিম ক্যাম্পাস সংযোগ সেতু) এবং বিইউপি স্বাধীনতা অডিটোরিয়াম।

এ সকল অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আগামী ২০২১ সালের মধ্যে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ইউজিসি ও বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উল্লেখিত প্রকল্প সমূহের সফল সমাপ্তি ও বিইউপির সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।