Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতবিার, ০২ মে ২০১৯ঃ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নং বিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নং বিপদ সংকেত, কক্সবাজারকে ৪ নং হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফণী আরো ঘণীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে তিন মে সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে।

ওইসব অঞ্চলে এর প্রভাব শুরু হবে শুক্রবার সকাল থেকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসবের কাছাকাছি দ্বীপ ও চরগুলোতে চার থেকে পাঁচ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।