Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার, ০৩মে ২০১৯ঃ উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘুর্ণিঝড় ফণি। সন্ধ্যায় খুলনাসহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে ঘূর্ণীঝড় ফণী। আবহাওয়া অধিদপ্তর জানায় বাংলাদেশে আসতে আসতে দুর্বল হবে, তখন বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটারে নেমে আসতে পারে। এই ঝড়ের প্রভাব অতিতের আইলা’র চেয়ে বেশি হওয়ার আশংকা নেই জানান আবহাওয়া অধিদপ্তের পরিচালক। এদিকে ঝড়ের প্রভাবে সকালে রাজধানীতে হালকা বৃষ্টিপাত হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সারাদেশে কাল থেকেই বন্ধ আছে সব ধরণের নৌচলাচল। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়ালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষিরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমুহ সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে