Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শুক্রবার, ০৩মে ২০১৯ঃপিরোজপুর জেলা প্রতিনিধিঃ  আজ পিরোজপুর জেলা ছাত্রদলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় উপকূলীয় জেলা পিরোজপুরে দলের ১১টি সাংগঠনিক ইউনিট ও ৫২টি ইউনিয়নের ছাত্রদলের সকল নেতাকর্মীরা  ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। তারা প্রাথমিক চিকিৎসা ও শুঁকনো খাবার নিয়ে প্রস্তুত আছে। ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য। 

সভায় ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলা করতে উপকূলবর্তী, পিরোজপুর জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীদের যেকোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি সামলাতে প্রস্তুত থাকার নির্দেশও দেয়া হইয়। একইভাবে উপকূলবর্তী উপজেলায় সকল স্তরের নেতাকর্মীদের ঘূর্ণিঝড়ের আগে ও পরে সাধারন মানুষের পাশে থাকারও  ঘোষণা দেন উপকূলীয় জেলা পিরোজপুর ছাত্রদলের সভাপতি হাসান আল-মামুন ও পিরোজপুর জেলা ছাত্রদলের  সাধারন সম্পাদক মোঃ বদিউজ্জামান শেখ রুবেল।