Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ০৪মে ২০১৯ঃ ঘূর্ণিঝড় ফণীর কারণে জারি করা বিপদ সংকেত নামিয়ে সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ মে) দুপুর সোয়া ১টায় সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। ঘূর্ণিঝড়টি বর্তমানে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর আগে ফণীর কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর এবং কক্সবাজার উপকূলে চার নম্বর সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।