খােলাবাজার ২৪,মঙ্গলবার, ০৭মে ২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি রাজধানীর এক কনভেনশন হলে“এমটিবিসচল” এবং“এমটিবি সাপ্লাই চেইন ফাইন্যান্স”সেবাসমূহআনুষ্ঠানিকভাবে চালু করে।এমটিবি’রপরিচালক ও প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহীএই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান,উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সৈয়দ রফিকুল হক, গৌতম প্রসাদ দাস এবং তারেক রিয়াজ খান, ডেপুটি হেড অব এসএমই ব্যাংকিং, নাফিজ হাসনাতএবংগ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ এমটিবি’র অন্যান্যঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।