খােলাবাজার ২৪,বুধবার, ০৮মে ২০১৯ঃ আগামী ২৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে ভোট করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আজ বুধবার এই ভোটের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন।
ইসি সচিব জানান, বগুড়া-৬ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হবে। সকাল ৯টায় ভোট শুরু হয়ে একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি গত ৩০ এপ্রিল শূণ্য ঘোষণা করা হয়।