Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,০৯মে ২০১৯ঃ সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এস আলম সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর শিরোপা নির্ধারণী ম্যাচে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। টসে জিতে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১৭ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জয়ের বন্দওে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আরিফ নেওয়াজ- ৪৫* (এফএসআইবিএল) ও সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোঃ জিয়া উদ্দিন চৌধুরী এছাড়াও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সাদ্দাম হোসেন (এফএসআইবিএল), সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাফায়েত আহমেদ (এফএসআইবিএল)। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ মোর্শেদুল আলম, পরিচালক, এস আলম গ্রুপ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ও পি এস টু চেয়ারম্যান জনাব মোঃ আকিজ উদ্দিনসহ উভয় ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।