Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার, ১৩মে ২০১৯ঃ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ছেলে আশিক খান।

এর আগে আশিক খান ছাত্রলীগের ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি খান হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়নরত।

সম্মেলনের প্রায় এক বছর পর আজ সোমবার ৩০১ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করা হয়। ছাত্রলীগের কমিটির মেয়াদ এক বছর।

পদ পাওয়ার বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে আশিক খান বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানাচ্ছি।’ তিনি নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত হয়েছে।

গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। এর দুই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি দেওয়া হয়।