খােলাবাজার ২৪, বৃহস্পতিবার, ১৬মে ২০১৯ঃ ৩০১ সদস্যের নতুন কমিটিতে শতাধিক বিতর্কিত সদস্য থাকলেও মাত্র ১৭ জনের নাম আসায় হতাশ প্রকাশ করেছেন বঞ্চিতরা।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনে পদবঞ্চিতদের পক্ষে এ হতাশার কথা জানান সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাইফ বাবু।
সংবাদ সম্মেলনে শতাধিক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন তারা।
একই সাথে তারা দাবী করেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অমান্য করলে, এর শক্ত জাবাব দেয়ার হুশিয়ারি দেন পদবঞ্চিতরা।
গতকাল ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগীদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে রাতেই আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠকে বসে ছাত্রলীগ নেতারা।