Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ১৮মে ২০১৯ঃ কাঙালিনী সুফিয়া। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। এরই মধ্যে দীর্ঘদিন পর তাকে পাওয়া যাচ্ছে নতুন গান ও ভিডিওতে। এতে তাকে দেখা যাবে ভিন্ন এক রূপে। ‘প্রেমিক বাঙাল’ নামের বিশেষ একটি গানে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গী হয়েছেন এ প্রজন্মের শিল্পী কণা ও মার্সেল। ‘ওরে ও প্রেমিক বাঙাল, হইস না তুই রূপের কাঙাল’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর ও সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি।

ঈদুল ফিতর উপলক্ষে সিএমভি’র প্রযোজনায় ‘প্রেমিক বাঙাল’-এর মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতেও থাকছে নানান চমক। রাজু রাজের পরিচালনায় ‘প্রেমিক বাঙাল’-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। এতে বিশেষ ‘লুক’ নিয়ে হাজির হচ্ছেন মডেল কাঙ্গালিনী। ভিডিওতে চমক হয়ে আরও থাকছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী।

গানটির গীতিকার সোমেশ্বর অলি বলেন, ‘বছর দেড়েক আগে এই গানটির পরিকল্পনা করা হয়। লেখার পর সুর, সংগীতায়োজন ও ভিডিও কেমন হবে- এ নিয়ে ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে। সবচেয়ে বড় কথা, কাঙালিনী সুফিয়ার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ প্রাপ্তি।’

শিগগিরই সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের উল্লেখযোগ্য অডিও-ভিডিও শেয়ারিং সাইটে ঈদ উপলক্ষে গান-ভিডিওটি উন্মুক্ত হবে।