খােলাবাজার ২৪,মঙ্গলবার, ২১মে ২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং স্টল বাংলাদেশ-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় স্টল বাংলাদেশ-এর কর্মকর্তাবৃন্দ এমটিবি পে-রোল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
স্টল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর, থমাস হফম্যান এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে স্টল বাংলাদেশ-এর একেএম হাবিবুল্লাহ্, পরিচালক এবং এমটিবি’র সুলতানা শিকদার অহনা, হেড অব পে-রোল ব্যাংকিং, মোঃ বখতিয়ার হোসেন, হেড অব এমটিবি ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস ডিভিশন, আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, মোঃ এহ্তেশাম রহমান, হেড অব স্ট্রাকর্চাড ফাইন্যান্স ইউনিট ও সামিয়া চৌধুরী, ডেপুটি হেড, কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।