খােলাবাজার ২৪, বুধবার, ২২ মে ২০১৯ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা সাবেক কমান্ডার মীর আবদুল হান্নান আজ ২২ মে ২০১৯ইং সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতী নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃস্পতিবার সকাল ১১টায় ফেনীর মিজান ময়দানে, বাদ যোহর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে জানাযা শেষে মরহুমের নিজ গ্রাম পূর্ব ছাগলনাইয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
মীর হান্নানের মৃত্যুতে যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী (অবঃ) কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জনাব সফিকুল বাহার মজুমদার টিপু, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার জনাব আলাউদ্দিন চৌধুরী নাসিম প্রমুখ মীর হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।