Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার ২৪, বুধবার, ২২ মে ২০১৯ঃ বিশ্বব্যাপী ইসলামিক ব্যাংকস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন জেনারেল কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (সিবাফি) প্রদত্ত “বিশ্বসেরা ইসলামিক ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড ২০১৯” এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে উদ্ভাবনী বিনিয়োগের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৩ মে ২০১৯ সৌদি আরবের জেদ্দায় সিবাফির ১৯তম বার্ষিক সাধারণ সভায় সিবাফির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান শেখ সালেহ্ আব্দুল্লাহ্ কামেল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এর নিকট এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।

এসময় সিবাফির বোর্ড অব ডাইরেক্টরসের ডেপুটি চেয়ারম্যান আবদ-ইল হামিদ আবু মুসা, মহাসচিব আবদেলিলাহ বেলাতিক, ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ডা. তানভীর আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে. কিউ. এম. হাবিবুল্লাহ্, এফসিএস উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টান্তমূলক কার্যক্রমের স্বীকৃতি, উপস্থাপনা ও এ ধরণের কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি বছর সিবাফি একটি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করে।