Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার, ২২ মে ২০১৯ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকাপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন দুইজন। আজ বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার রাইনাদী ভাঙ্গা মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নরসিংদীর বাগহাটা এলাকার ফজলুল হকের ছেলে, পিকাপ ভ্যান চালক আমির হোসেন (৩৫) ও তার সহকারী শিবপুরের অনাবিল (২০)।
মাধবদী থানার উপ পরিদর্শক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে একটি পিকাপ ভ্যানকে পেছন থেকে দ্রুত পাশ কাটিয়ে সামনের যাওয়ার সময় ধাক্কা দেয় অপর একটি পিকাপ ভ্যান। এতে ধাক্কা খাওয়া পিকাপ ভ্যানটির সাথে সামনে থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় পিকাপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকাপের চালক ও সহকারী মারা যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করে।
এসময় দুর্ঘটনায় দায়ী অপর পিকাপ ভ্যান ও ট্রাকটি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।