Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার, ২২ মে ২০১৯ঃ তামিম ইকবাল কোনও দলের বোলিং লাইনআপ ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে বলে মনে করেন ভারতের সাবেক লেগ স্পিনার ও কোচ অনিল কুম্বলে। অনিল বলেন, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিম।

বাংলাদেশের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনও জায়গা নেই মন্তব্য করে এই কিংবদন্তি বলেন, টাইগাররা এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলবে। কারণ তামিম, সাকিব ও মুশফিকুর রহিম বছরের পর বছর ভালো ক্রিকেট খেলে আসছে।

তবে নকআউট ম্যাচে বাংলাদেশ নিজেদের মেলে ধরতে পারে না বলে উল্লেখ করলেন অনিল। বলেন, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেটা দেখা গেছে। তাই বিশ্বকাপে এই বাধা পার হওয়াটাই বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ।