Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার২৩ মে,২০১৯ঃ বানারীপাড়া প্রতিনিধি: স্বরূপকাঠিতে সরকারিভাবে বোরো ধান ক্রয় কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু।
গতকাল বৃহস্পতিবার সকালে ইন্দুরহাটের এলএসডি গোডাউনের সামনে বসে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয় করে এ কর্মসুচী শুরু করেন ইউএনও। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, এলএসডি গুদাম কর্মকর্তা মো মিজানুর রহমানসহ বেশক‘জন কৃষক উপস্থিত ছিলেন। গুদাম কর্মকর্তা মো মিজানুর রহমান জানান সরকারিভাবে প্রতি কেজি ধান ২৬ টাকা হিসোবে প্রতিমন এক হাজার চল্লিশ টাকায় ক্রয় করা হচ্ছে।