খােলাবাজার ২৪, বৃহস্পতিবার২৩ মে,২০১৯ঃ ভারতের ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ’র বিপুল বিজয়ে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক খোলা বাজার পত্রিকা এবং খোলাবাজার২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিম।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি দ্বিতীয়বারের মত নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বলে তাকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বলেন, পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে, যা ভারতীয় রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন যে, বিজেপির এ বিজয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উন্নয়ন, অগ্রগতি আর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত মিমাংসা হবে এবং দু দেশের মধ্যে আরও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারত।
Attachments area